নরসিংদীর শীলমান্দীতে এনআর স্পিনিং মিল নামে একটি সুতার গোডাউনে ভয়াবহ আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এরআগে শনিবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে আগুন লাগে। পরে রোববার ভোর পাঁচটার দিকে নরসিংদী, মাধবদী ও পলাশের ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা সূত্র জানায়, শনিবার রাত প্রায় ১০টার দিকে কারখানার একটি গোডাউনে আগুন লাগে। এ অবস্থায় কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রথমে নরসিংদী, মাধবদী ও পলাশের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা বারোটা পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে যাচ্ছে।
কারখানার পক্ষ থেকে স্টোর ম্যানেজার মিজানুর রহমান জানান, কারখানার তিনটি গোডাউনে ২ হাজার ৫শ মেট্রিক টন তুলা এবং এক হাজার মেট্রিক টন সুতা রয়েছে। তবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো পরিমাপ করা যাচ্ছে না।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজুমুদ্দিন জানান, রাত দশটার দিকে খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করি ভোর পাঁচটার দিকে জলন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন পাঁচটি ইউনিট তুলার গোডাউনের ভেতরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে কাজ করে যাচ্ছে। কারখানায় থাকা তিনটি গোডাউনে সুতা এবং তুলায় আগুন লাগার কারণে বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে।