শরীয়তপুরে আলোচিত পল্লি চিকিৎসক খোকন দাসকে আগুন দিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। টাকা ছিনিয়ে নিতে অভিযুক্তরা খোকন দাসকে হত্যা করে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে তারা।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮-এর অধিনায়ক কমান্ডার শাহাদাত হোসেন।
এর আগে শনিবার মধ্যরাতে তাদের কিশোরগঞ্জের পূর্ব পৈলানপুরের বাজিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭) এবং একই এলাকার সামসুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২১) ও শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)।
র্যাব জানায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে আহত করা হয় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা ওষুধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকি বিকাশের এজেন্ট খোকন দাসকে। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টায় চালায়। পরে আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ সরদারের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই গা-ঢাকা দেন অভিযুক্তরা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন র্যাবের সদস্যরা।
র্যাব-৮-এর অধিনায়ক শাহাদাত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি।