কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক ডাকা লকডাউন প্রতিরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রশিবিরের পর অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড থেকে চিটাগাং-রোড পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ (দক্ষিণ) শাখা। এসময় তারা আওয়ামীলীগ বিরোধী নানা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে।
এর আগে গত বুধবার রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় একই কর্মসূচি পালন করে ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ শাখার নেতাকর্মীরা।
সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমির কফিল আহমেদ বলেন, '১৬ বছর দেশের মানুষ হত্যাকারী, অর্থ পাচারকারী, বিডিআর হত্যাকারী, আলেম-ওলামা হত্যাকারী খুনি হাসিনা ও আওয়ামী লীগকে এদেশের জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে বিতাড়িত করেছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ও এই নিষিদ্ধ সংগঠনের সকল নাশকতামূলক কর্মকাণ্ড দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। জনগণের জান-মালের নিরাপত্তায় প্রশাসনের সাথে জামায়াতের নেতৃবৃন্দ রাজপথে থাকবে, ইনশাআল্লাহ। সকল অপশক্তিকে মোকাবেলা করে এ দেশের মানুষকে একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ উপহার দিতে চেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ জামায়াত ইসলামী।'
এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা নায়েবে আমির মো. আব্দুল গফুর মোল্লা, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম রনি, অর্থ সম্পাদক ডক্টর আব্দুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় যাত্রীবেশে একটি সিএনজিতে উঠে অজ্ঞাত দুই যুবক ঐ সিএনজিতে অগ্নিসংযোগ করে। নারায়ণগঞ্জের চাষাড়া থেকে ভাড়ায় এসে অনুমান দশটার দিকে জালকুড়ি পৌঁছে, সিএনজি থেকে নেমে মোবাইলে কথা বলার ভান করে কৌশলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।