বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী ড. হাফিজুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে বেকার ও চাকরিপ্রত্যাশীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
শুক্রবার টঙ্গী চেরাগআলী এলাকায় ‘মিট দ্য জেন-জি উইথ ড. হাফিজুর রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি । টঙ্গীর সামাজিক সংগঠন ‘ইউনিটি অব থাউজেন্ডস’-এ অনুষ্ঠানের আয়োজন করে।
হাফিজুর রহমান বলেন, শিল্পনগরী টঙ্গী ও গাজীপুরের শত শত ওয়াশিং কারখানার বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি নদনদীতে পড়ে পানি ও পরিবেশ দূষিত হচ্ছে। এতে জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। নির্বাচনে জয়ী হতে পারলে টঙ্গী ও গাজীপুরকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা হবে। পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হবে।
তিনি আরো বলেন, শত শত কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প পরিকল্পনামাফিক তৈরি না করায় এটা এখন নগরবাসীর গলার কাঁটা। নগরবাসীর সব সমস্যা চিহ্নিত করে মেগা প্রজেক্টের মাধ্যমে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে এসব সমস্যার সমাধান করা হবে।
ইউনিটি অব থাউজেন্ডসের সভাপতি মোতাহার হোসেন মোহনের সভাপতিত্বে ও রাশেদ হোসাইন মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নূর মোহাম্মদ, মেহেদি হাসান বাপ্পি, জুলাইযোদ্ধা আজহারুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, নূর আলম, সোহানুর রহমান, আল আমিন বিজয় ও মাহবুবুর রহমান প্রমুখ।