হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন ঢাকা-৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শহিদুল ইসলাম। ছবি: আমার দেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়ন যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কোন্ডা ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করেন ঢাকা-৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ শহিদুল ইসলাম।

জামায়াতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতারা হলেন কোন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসাকুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বাহাউদ্দিন, কোন্ডা ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য আব্দুল খালেক, শ্রমিকদলের আতাউর রহমান এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা হাজী আনোয়ার হোসেন ফালান।

জামায়াতে যোগ দেওয়ার কারণ সম্পর্কে যুবলের সাবেক নেতা ইসাকুর রহমান আমার দেশকে বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনের শিকার হয়েছি। যৌথবাহিনী আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। একাধিক মামলার আসামি আমি এবং আমার ছেলে। দলের জন্য এত ত্যাগ স্বীকার করার পরও দলের কাছে মূল্যায়ন পাইনি। ৫ আগস্ট-পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে দলের নেতারা দল সাজিয়েছে। আমি বৈষম্যের শিকার হয়েছি। বিএনপিতে আমার অবদান রয়েছে। ২০০১ সালে কোন্ডা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলের হাল ধরেছি। ২০০৩ সালে সভাপতি হয়েছে। আওয়ামী দুঃসময়ে দলের পক্ষে কাজ করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। তারপরও দল মূল্যায়ন করেনি। যে কারণে বাধ্য হয়ে জামায়াতে যোগ দিয়েছি।

দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামায়াতে যোগ দেন। ছবি: আমার দেশ

যুবদলের আরেক নেতা বাহাউদ্দিন বলেন, দলের পক্ষে কাজ করে সম্মান পাইনি। বর্তমানে দলে নতুনদের কদর বেশি। বিএনপিতে সম্মান নেই, তাই জামায়াতে যোগ দিয়েছি।

কোন্ডা ইউনিয়ন বিএনপির নেতা লুৎফর রহমান আমার দেশকে বলেন, কেরানীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল কবির পলের অনুসারীরা বিএনপির কমিটিতে জায়গা পায়নি। দীর্ঘদিন ধরে দলে কোন্দল চলছে।

তিনি আরো বলেন, ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় অভ্যন্তরীণ কোন্দল মেটাতে কোনো ব্যবস্থা নেননি। যে কারণে বিএনপির নেতাকর্মীরা জামায়াতে যোগ দিয়েছেন।

জনসভায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-যুবদলের সংঘর্ষে আহত ৩০

১১ দলীয় জোট ছাড়ার কারণ জানালেন চরমোনাই পীর

‘হ্যাঁ’ ভোট দিলে নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে: প্রেস সচিব

গোপালগঞ্জ-১ আসনে কারাগার থেকে ভোটের লড়াই দুই প্রার্থীর

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাতবোমা উদ্ধার, আটক ৩৫

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি

তারেক রহমানের জনসভায় আসার পথে অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

শেখ মুজিবের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু বহিষ্কৃত বিএনপি নেতার

ধামরাইয়ে ‘মুসলিম গৃহবধূ’ ধর্ষণের ঘটনা নিয়ে যা জানাল পুলিশ

মুন্সীগঞ্জে নির্বাচনি প্রচারে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ