নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে লামিয়া আক্তার(২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করে। রোববার সকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, ৪ বছর আগে রূপসী কাজীপাড়া এলাকার আমির হোসেনের মেয়ে লামিয়ার সঙ্গে এলাকার তারা মিয়ার ছেলে শাওনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। এদিকে বিয়ের পর থেকে অকারণে লামিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো শ্বশুরবাড়ির লোকজন।
শনিবার রাতে আবারো স্বামী শাওন ও শাশুড়ি ফাতেমা তাকে শারীরিক নির্যাতন করে। পরে রাতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লামিয়া । এ ঘটনায় রাতেই লামিয়ার বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে পুলিশ আজ সকালে শাওন ও ফাতেমাকে গ্রেপ্তার করে। দুপুরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।