হোম > সারা দেশ > ঢাকা

প্রেমঘটিত বিষয় নিয়ে অপমান, স্কুলছাত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় একটি প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলছাত্রীর বাড়িতে এসে অপমান করার জেরে সুমাইয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দেয়ার।

১৯ নভেম্বর রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্কুলছাত্রী আত্মহত্যা ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। শুক্রবার সকালে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে ছাত্রীর লাশ বাড়িতে আনা হয়। পরে দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত সুমাইয়া উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়ার সঙ্গে একই এলাকার তরুণ রিফাত উকিলের প্রেম ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর ও তার লোকজন রিফাত উকিলকে সঙ্গে নিয়ে ১৯ নভেম্বর সন্ধ্যায় সুমাইয়ার বাড়িতে যান। সেখানে তারা সুমাইয়া ও তার পরিবারকে গালিগালাজ ও অপমান করেন। এই অপমান সইতে না পেরে সুমাইয়া মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ওইদিন রাতেই নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

সুমাইয়ার বাবা আবুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম মাদবর তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে আমার মেয়েকে কুরুচিপূর্ণ ও অপমানজনক কথা বলে। আমার মেয়ে সেই অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

আত্মহত্যা প্ররোচনার অভিযোগে অভিযুক্ত ইব্রাহিম মাদবরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় লাশ আমরা উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

র‍্যাবের ডিএডি মোতালেবের কুমিল্লার বাড়িতে মাতম

রায়পুরায় স মিলের ভেতর থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

রঙিন কপি চাষে সফলতা

বিএনপি প্রার্থী টুকুর সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলা, আহত ২