হোম > সারা দেশ > ঢাকা

পারবে না বিএনপি-জামায়াত, লাগবে এনসিপিকে: সারজিস

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমার মনে করি আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে, ভারতীয় আধিপত্য প্রশ্নে বিএনপি-জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না । সেই জায়গায় তরুণ প্রজন্মের (এনসিপি) প্রতিনিধিত্ব আবশ্যক।

শনিবার দুপুর ২টায় সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। এ সময় সারজিস আলম বলেন, আগামী পনের দিনের মধ্যে প্রতিটি জেলায় এনসিপির কমিটি গঠন করা হবে। আইনগত ভাবে এনসিপির শাপলা মার্কা পেতে কোনো বাধা নেই ।

এরআগে বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা। এতে প্রধান অতিথি ছিলেন সারজিস। সভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির, দিদার শাহ প্রমুখ।

কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে শুরু হওয়া সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির, দিদার শাহ প্রমুখ।

এনসিপির জেলা সংগঠক ইকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপরই শুরু হয় সাংগঠনিক আলোচনা। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সমন্বয় সভায় অংশ নেন ।

সভা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করা হয়।

চিহ্নিত আ.লীগ নেতাদের বিএনপিতে পদ দেয়ার প্রতিবাদে মশাল মিছিল

নেই দাদা-দাদীও, কালামের দুই সন্তানকে দেখবে কে?

শাপলা কিভাবে আদায় করতে হয় এনসিপি জানে: সারজিস

বিএনপির অ্যাড. সাখাওয়াতের নির্দেশে আদালত প্রাঙ্গণে জাতীয় বক্সিং প্লেয়ারকে হামলা

গাজীপুর মহানগর বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানহানি মামলা

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, পথচারী নারী নিহত

সাভারে বিএনপি নেতা হত্যকারীদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নিরাপদ ও দুর্নীতিমুক্ত টঙ্গী গড়তে চাইলেন জামায়াত প্রার্থী হাফিজুর রহমান

ভৈরবকে জেলার দাবিতে এবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ