হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ-৬ ( ভৈরব -কুলিয়ারচর) ১৬৭ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. শরিফুল আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিস থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও কুলিয়ারচর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার, এবং কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মো. নূরনবীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল মিল্লাত।

এ সময় তার সঙ্গে ছিলেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. সাহাদাৎ হোসেন শাহ আলম, কুলিয়ারচর পৌর বিএনপির ১ নং সদস্য মোহাম্মদ সাইয়ুম সিদ্দিকী, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মো. মুশিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  মো. শাহ আলম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর বৃন্দ।

উল্লেখ্য, কিশোরগঞ্জ -৬ (ভৈরব -কুলিয়ারচর) আসনটি রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী দিনে মনোনয়ন দাখিল, যাচাই-বাছাই ও প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির অফিস ভাংচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদীর জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর- ২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ৭ মনোনয়ন প্রত্যাশীর একাত্মতা

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ সালাউদ্দিন আইউবীর

কোনো সরকারই আলেমদের হত্যার বিচার করেনি

ফরিদপুরে শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

গাজীপুর–২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী, বললেন যে কারণ

‘জুলাই রেবেলস’ সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩