হোম > সারা দেশ > ঢাকা

ট্যাক্সি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে গিয়ে তোপের মুখে টিপু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের চানমারি এলাকায় মাইক্রোবাস ও ট্যাক্সি শ্রমিক ইউনিয়ন ও ট্যাক্সি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে গিয়ে শ্রমিকদের তোপের মুখে পড়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এ সময় টিপুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শ্রমিক ইউনিয়নের ক্ষুব্ধ কর্মীরা।

মঙ্গলবার বিকেলে শহরের চানমারি এলাকায় অবস্থিত মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেলে সদলবলে ট্যাক্সি স্ট্যান্ডে যান টিপু। শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে ঘিরে মাইক্রোবাস ও ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। টিপু-সমর্থিত গ্রুপটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর মাইক্রোবাস ও ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের নির্বাচন চাইছিল।

এ ঘটনায় শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে বিরোধ মীমাংসার জন্য যান টিপু। এ সময় নির্বাচন পেছানোর বিষয়টি শ্রমিকদের সামনে এলে সাধারণ শ্রমিক নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে টিপুকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে ট্যাক্সি স্ট্যান্ড থেকে বের করে দেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, “আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এগুলো মোটেই সত্য নয়। আমি নারায়ণগঞ্জ মাইক্রোবাস ও ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা। সেখানে শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে কিছু শ্রমিক দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এবং কিছু শ্রমিক নির্বাচন দাবি করে। এটা নিয়ে কিছু শ্রমিকের মাঝে উত্তেজনা বিরাজ করে। সেটা শুনে আমি তাৎক্ষণিকভাবে ট্যাক্সি স্ট্যান্ডে উপস্থিত হয়ে তাদের উত্তেজনা থামিয়ে দিয়ে তাদের কথা শুনে সমাধান করে দিই এবং জাতীয় নির্বাচনের পর ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মাধ্যমে কমিটি হবে বলে সমাধান করে দিই।”

তিনি আরও বলেন, “এখানে উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট আ.লীগের সন্ত্রাসী আজমেরী ওসমান ও অয়ন ওসমানের কিছু প্রেতাত্মা কমিটির নাম করে বিশৃঙ্খলা করে আইন-শৃঙ্খলা ভঙ্গ করে অরাজকতা করতে চায়। আমার উপস্থিতিতে বিষয়টি সমাধানের কারণে তারা অরাজকতা করতে ব্যর্থ হয়েছে। এতে তাদের গাত্রদাহ হচ্ছে।”

বিষয়টিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে টিপু বলেন, “সন্ত্রাসী আজমেরী ওসমান ও অয়ন ওসমানের কিছু প্রেতাত্মা ও দালাল এবং আমার সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন-প্রত্যাশীদের কিছু লোক প্রতিযোগিতা না পেরে তারা ওসমানদের এজেন্ডা বাস্তবায়নে আমাকে রাজনৈতিক ও ব্যক্তিগত হেয়-প্রতিপন্ন করার জন্য এগুলো করছে। সামান্য তুচ্ছ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে তারা আমাকে হেয়-প্রতিপন্ন করতে চায়।”

খতিব মহিবুল্লাহর অপহরণ নাটক

আদালতে যে স্বীকারোক্তি দিলেন মুফতি মুহিবুল্লাহ মাদানী

জামায়াতের আমিরকে নিয়ে আপত্তিকর মন্তব্যে পুবাইল থানার ওসি প্রত্যাহার

জুতা পায়ে শহীদ মিনারে জামায়াতের নেতাকর্মীরা

বিএনপি নেতার নাম থাকায় মামলা নিতে গড়িমসি, থানায় অনশনে রাজিয়া

মুফতি মুহিবুল্লাহ মাদানী অপহৃত হননি, দাবি পুলিশের

শ্রীপুরে কারখানা খোলার দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের অ্যাকশন

রাজৈরে কিশোরের আত্মহত্যা, কারণ এখনো অজানা

অন্তত ২৭ পদ দখল: বিএনপি নয়, এ যেন আ.লীগের কমিটি

তুচ্ছ ঘটনা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক