হোম > সারা দেশ > ঢাকা

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে কিডনি রোগীদের জন্য আধুনিক ও সুলভ চিকিৎসাসেবা নিশ্চিত করতে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে মুন্নু ডায়ালাইসিস সেন্টার’ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ‘মুন্নু ডায়ালাইসিস সেন্টার’ এর উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা।

এসময় উপস্থিত ছিলেন- মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান ও ডা. মামুন চৌধুরী রাজু সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম-কর্মীবৃন্দ।

প্রথম পর্যায়ে সেন্টারটিতে ২টি ডায়ালাইসিস বেড চালু করা হয়েছে। চাহিদার বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে ১০ বেডে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান আফরোজা খানম রিতা।

তিনি বলেন, মানিকগঞ্জের মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছি। বিশেষ করে কিডনি রোগীদের সবচেয়ে বড় ভোগান্তি ছিল নিয়মিত ডায়ালাইসিসের জন্য রাজধানীতে বারবার যেতে হওয়া, অতিরিক্ত খরচ ও সময় নষ্ট হওয়া। এসব বিষয় বিবেচনায় আমরা আজ ‘মুন্নু ডায়ালাইসিস সেন্টার’ উদ্বোধনের মাধ্যমে সেই দীর্ঘদিনের দুর্ভোগ কমানোর উদ্যোগ নিয়েছি।

প্রথম পর্যায়ে ২টি ডায়ালাইসিস বেড চালু করেছি। তবে আমাদের লক্ষ্য এখানেই সীমাবদ্ধ নয় অতি দ্রুত সেন্টারটিকে ১০ বেডে উন্নীত করার প্রক্রিয়া চলছে। আমরা আধুনিক যন্ত্রপাতি, বিশেষায়িত নার্সিং ও টেকনিক্যাল স্টাফ এবং নেফ্রোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে কাজ করছি।

মানিকগঞ্জের মানুষ এখন থেকে নিজ এলাকায় সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা পাবেন‌। এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা বিশ্বাস করি, আধুনিক চিকিৎসা সেবার পরিধি যত বিস্তৃত হবে, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান ততই উন্নত হবে। স্বাস্থ্যখাতে স্বচ্ছতা, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে আমরা ভবিষ্যতেও আরও নতুন সেবা চালু করতে কাজ করে যাব।

জামিনে কারামুক্ত ৩৫ সাবেক বিডিআর সদস্য

হিন্দুস নিউজের গুজব -‘পালিয়ে যাচ্ছে হিন্দু পরিবার’

চোর অপবাদ দিয়ে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন

ভাঙ্গায় লকডাউন কর্মসূচির প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

টাঙ্গাইলে বহুতল ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ

যাত্রী সংকটে দৌলতদিয়া ও পাটুরিয়ার ফেরি-লঞ্চঘাট

অসহায়দের হুইলচেয়ার বিতরণ জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের

বিদ্যালয় বন্ধের বিষয়ে যা বললেন উপদেষ্টা

ধর্ম অবমাননার দায়ে সালথায় পল্লী চিকিৎসক আটক