হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে ১৫ লাখ টাকার ভেজাল খাদ্য জব্দ

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে ভেজাল শিশু খাদ্য ও নকল আচার–চিপস তৈরির একটি কারখানা ও গোডাউনে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, আঁধারকোঠা গ্রামের হাসিবুর বিশ্বাসের দুই ছেলে বাহারুল বিশ্বাস ও রুহুল বিশ্বাস যৌথভাবে একটি স্টোর ও কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে ভেজাল শিশু খাদ্য, নকল আচার ও চিপস উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানে পৌরসভার ট্রাকে ৪ ট্রাক ভর্তি ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে ছিল— চটকদার মোড়কে মোড়ানো নকল জুস, আচার, চকলেট, চিপস, ভাজা, বিস্কুট, পঁচা নারকেল দিয়ে তৈরি নাড়ু ও শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর নানা ধরনের ভেজাল খাদ্যপণ্য। অভিযান শেষে জব্দকৃত সব খাদ্যসামগ্রী রোলার দিয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে শিশু খাদ্যসহ বিভিন্ন ভেজাল খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি

ফতুল্লা থেকে দুর্ধর্ষ ডাকাত সাব্বির অস্ত্রসহ গ্রেপ্তার

আলফাডাঙ্গায় ১২০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জামায়াত প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন মেজর আখতারের ছেলে

রাতের আঁধারে ৪ শতাধিক কলার কাঁদি কাটল দুর্বৃত্তরা

শ্রীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বাস দুর্ঘটনায় আহত ১০

শাশুড়ি হত্যার ২০ বছর পর জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় নিহত ৫

কাশিয়ানীতে বিদ্যুৎস্পর্শে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু