হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের বন্দরে একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ৮ জন শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে বন্দরের কদমরসূল এলাকার আকিজ কোম্পানির সিমেন্ট কারখানাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন- মো. হান্নান (৪৫), মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), বাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬), ফেরদাউস (৩৫)। আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, সন্ধ্যার পরে কারখানাটির বয়লার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের কয়েকটি কক্ষের কাঁচের প্রাচীরও ভেঙে গেছে। বিস্ফোরণে বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিকের শরীরের ‘কিছু অংশ’ পুড়ে যায় এবং তাদের শরীরে কাঁচের আঘাত লাগে। আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, বয়লার রুমে থাকা হিট এক্সচেঞ্জার সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আকিজ সিমেন্ট ফ্যাক্টরির আটজন দগ্ধকে কিছুক্ষণ আগে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিংয়ের কাজ চলছে। তাদের দগ্ধের পরিমাণ এখনো নিরূপন করা হয়নি।

শ্রীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

পদত্যাগের পরও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা

নরসিংদীর ৫ আসনে কোটিপতি ১৮ প্রার্থী

টঙ্গীতে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ সন্ত্রাসী গ্রেপ্তার

বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশু উদ্ধার

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলকে সমর্থন দিয়ে যা বললেন কাদের সিদ্দিকী

জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা

চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১০