হোম > সারা দেশ > ঢাকা

ভূমিকম্পে ঘোড়াশাল রেলসেতুর দুই পিলারে ফাটল, আতঙ্কে যাত্রীরা

জেলা প্রতিনিধি, নরসিংদী

সারা দেশের মতো নরসিংদীতেও দুইদিনে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট সাম্প্রতিককালে প্রথমবারের মতো ভূমিকম্প অনুভূত হয় । এ সময় পলাশ উপজেলায় দুইজনের প্রাণহানিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল ও মাটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে বৃটিশ আমলে নির্মিত ঘোড়াশাল রেলসেতুও রয়েছে। এ সেতুর দুই এবং তিন নাম্বার পিলারে দেখা দিয়েছে ফাটল। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ট্রেন যাত্রী ও স্থানীয়রা।

ভূমিকম্পের পরদিন শনিবার রেলওয়ে কর্তৃপক্ষ ও পলাশ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল রেলসেতুর পরিদর্শন করেন।

ঘোড়াশালের ট্রেন যাত্রী আশিক মিয়া জানান, পর পর টানা দুই দিন ৩ বার ভূমিকম্প হয়েছে। প্রথম দিন ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘোড়াশাল রেলসেতুর পিলারেও দেখা দিয়েছে ফাটল। এই সেতুর উপর দিয়ে অন্তত ১৬ জোড়া ট্রেন নিয়মিত চলাচল করে। এমন পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে রেল যাত্রী স্থানীয়দের মাঝে ।

স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল জানিয়েছেন, প্রথম দিনের ভূমিকম্পেই এসেতুর পিলারে ফাটল দেখা দেয়। এই সেতু পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

রেলসেতু সংলগ্ন ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনে দায়িত্বে কোন স্টেশন মাস্টার নেই। বুকিং সহকারী আব্দুল খালেক দায়িত্ব পালন করেন। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।

এ বিষয়ে জিনারদী রেলওয়েস্টেশন মাস্টার বরকত হোসেন জানান, ঘোড়াশাল পুরাতন রেলসেতুর পিলারে ফাটল দেওয়ার খবর পেয়েছি। পরে রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘোড়াশালের পুরাতন রেলসেতু পরিদর্শন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এ সেতু পরিদর্শন করা হয়। রেলসেতুর দুই এবং তিন নাম্বার পিলারে ফাটল দেখা দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা হতে ভৈরব হয়ে ময়মনসিংহ যাতায়তের ট্রেন সমূহ নরসিংদী জেলার পলাশ উপজেলাধীন ঘোড়াশাল রেল সেতু পার হয়ে যায়। ঢাকা হতে টঙ্গী হয়ে গজীপুর জেলার কালীগঞ্জ এবং নরসিংদী জেলার পলাশ উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত আন্ত:জেলা নদী শীতলক্ষা রেল সেতু পাড় হয়ে ঘোড়াশাল রেলস্টেশন। চট্টগ্রাম হইতে ভৈরব হয়ে নরসিংদী রেলস্টেশন অতিক্রম করে পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশন।

অসহায়দের হুইলচেয়ার বিতরণ জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের

বিদ্যালয় বন্ধের বিষয়ে যা বললেন উপদেষ্টা

ধর্ম অবমাননার দায়ে সালথায় পল্লী চিকিৎসক আটক

তিতাসের ১২ ইঞ্চি পাইপলাইন ফেটে ফতুল্লায় গ্যাস সরবরাহ বন্ধ

নিজের জন্য এমপি হতে চাই না: ফজলুর রহমান

জনতার হামলায় বাউল শিল্পী আবুল সরকারের তিন সমর্থক আহত

প্রেমের টানে মুন্সীগঞ্জে চীনা যুবক

সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ভূমিকম্পের আতঙ্কে ঘরের বাইরে মানুষ, ছুটছে গ্রামের দিকে

ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর নির্মাণাধীন দ্বিতল সড়কের পিলারে ফাটল, উদ্বেগ