হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে বিদেশি পিস্তল-ম্যাগাজিনসহ সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ মামুন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া জনৈক মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন লালমনিরহাট জেলা সদরের খোটামারা গ্রামের মৃত-আবেদ আলীর ছেলে। তিনি মরকুন পশ্চিমপাড়া মিরার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, মরকুন পশ্চিমপাড়ায় মামুন নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানা পুলিশের একটি দল রোববার ভোররাত পৌনে চারটার দিকে মরকুন মিরার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে পূর্ব আরিচপুর সরকারবাড়ি রােডের সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাসার অপর ভাড়াটিয়া সুজনের কক্ষে তল্লাশি চালিয়ে সিলিংয়ের উপর থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার দায়ে মামুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন পালিয়ে যায় বলেও পুলিশ জানায়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থাশেষে গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

শ্রীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

পদত্যাগের পরও গ্রেপ্তার এড়াতে পারলেন না যুবলীগ নেতা

নরসিংদীর ৫ আসনে কোটিপতি ১৮ প্রার্থী

বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশু উদ্ধার

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রাসেলকে সমর্থন দিয়ে যা বললেন কাদের সিদ্দিকী

জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা

চাঞ্চল্যকর সিয়াম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১০

ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছয় বসতঘর পুড়ে ছাই