সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছেন হাজারো মানুষ। সকাল থেকে সড়ক ও রেলপথে নেমেছে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল। যে যেভাবে পারছেন, ছুটছেন ঢাকায়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর গাজীপুরের অনেক শীর্ষ নেতারা ঢাকায় অবস্থান করছেন। এছাড়া ভিড় এড়াতে অনেক নেতাকর্মী রাতেই বিভিন্ন উপায়ে ঢাকায় পৌঁছেছেন। সকালে ঘন কুয়াশায় সড়ক পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বাস, মিনিবাস, প্রাইভেট কার সহ বিভিন্ন গণপরিবহনের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।
এছাড়া জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যোগে ঢাকায় যাচ্ছেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের। পাঞ্জাবি, টুপি পরে শোক ও সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি বেগম জিয়ার নামাজে জানাজায় অংশ নেবেন তারা।