আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর ফরিদপুরের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছেন।
এ সময় রায়কে স্বাগত জানিয়ে তাদেরকে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
পরে তারা একটি আনন্দ মিছিল করেন।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ফরিদপুর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হন। এসময় তারা রায়কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন।