হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বাস দুর্ঘটনায় আহত ১০

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

ছবি: আমার দেশ।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে বাসের সহকারী চালকের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গণস্বাস্থ্য মেডিকেল কলেজের এমবিবিএস ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা একটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে, শ্রীপুরে আসছিলেন। বৃন্দাবন এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। ওই বাসে মোট ১০৩ জন শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার পর কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা অভিযোগ করেন, ট্রেনিংয়ের নাম করে ভাড়া ও বাসের মান বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা করে নেওয়া হলেও যাতায়াতের জন্য একটি জরাজীর্ণ ও নিম্নমানের বাস সরবরাহ করা হয়।

এছাড়া শিক্ষার্থীদের একটি অংশ দাবি করেন, বাসটির চালক মাদকাসক্ত ছিলেন এবং তার বেপরোয়া ও অসতর্ক চালনার কারণেই দুর্ঘটনাটি ঘটে। বাসে শিক্ষকরা উপস্থিত থাকলেও কেন চালকের আচরণ ও যানবাহনের অবস্থা আগে যাচাই করা হয়নি—সে প্রশ্নও তুলেছেন তারা।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ও যানবাহন অপসারণের কাজ শুরু করে।

তবে এ বিষয়ে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার বিচার দাবি করেছেন।

বোয়ালমারীতে ১৫ লাখ টাকার ভেজাল খাদ্য জব্দ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি

ফতুল্লা থেকে দুর্ধর্ষ ডাকাত সাব্বির অস্ত্রসহ গ্রেপ্তার

আলফাডাঙ্গায় ১২০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জামায়াত প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন মেজর আখতারের ছেলে

রাতের আঁধারে ৪ শতাধিক কলার কাঁদি কাটল দুর্বৃত্তরা

শাশুড়ি হত্যার ২০ বছর পর জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় নিহত ৫

কাশিয়ানীতে বিদ্যুৎস্পর্শে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু