হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে বিএনপির দুই নেতার জামায়াতে যোগদান

এক মুক্তিযোদ্ধাসহ

স্টাফ রিপোর্টার, টঙ্গী ও গাজীপুর

ছবি: আমার দেশ

গাজীপুরের টঙ্গীতে বিএনপির দুই নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় টঙ্গী বাজারে ৫৭ নং ওয়ার্ড জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত এবং বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সদস্য সোহরাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের নায়েব আমির ও গাজীপুর-২ আসনের এমপি পদপ্রার্থী মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন, গাসিক ৫৭ নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা ওবাইদুল হক, জামায়াত নেতা আব্দুল মালেক আকন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

জামায়াতে যোগদান শেষে এক প্রতিক্রিয়ায় রফিকুল বাসেত বলেন, জামায়াতে ইসলামীর মাধ্যমে দেশে দ্বীন প্রতিষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী আল্লাহ ও আল্লাহর রাসুলের পথে পরিচালিত হয়।

আমার অন্তরের চাহিদা ছিল জামায়াতে ইসলামীতে যোগ দেব। দীর্ঘ আত্মসমালোচনা, চিন্তা–উপলব্ধির পর ইসলামি আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত থেকেই জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। মহান আল্লাহপাক যেন আমাদের মৃত্যু পর্যন্ত মুজাহিদ হিসেবে কবুল করেন।

তিনি আরও বলেন, আমি জিয়াউর রহমানের আমল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আজ স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

সোহরাব উদ্দিন বলেন, আমরা আজ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। বিএনপির নেতারা আমাদের জিজ্ঞাসা করলে আমরা পরিষ্কার বলে দেব যে, জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে দেওয়া হবে।

মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত পেলেন তারেক রহমানের শুভেচ্ছা

আড়াইহাজারে গৃহকর্তাকে কুপিয়ে স্বর্ণ ও টাকা লুট

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি

নির্বাচনে ফ্যাসিবাদের দোসরদের ঠেকাতে ফরিদপুরে মশাল মিছিল

ফতুল্লায় এনসিপি প্রার্থীর উপর হামলা চেষ্টা, আহত ২

নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতা আটক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৩ বাড়িতে অগ্নিসংযোগ

গণতন্ত্র শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ জরুরি

শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় প্রাণ গেল রোগীর