হোম > সারা দেশ > ঢাকা

এখনও ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক এখনো ফাঁকা সকাল থেকে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। তবে ঈদের ছুটি পেয়ে আজ বিকেল থেকে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা শুরু হবে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইজ উদ্দিন বলেন, মহাসড়কে যানজট প্রতিরোধে হাইওয়ে পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন পয়েন্টে আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীদের চাপ কম থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ বিকেল থেকে ঈদ যাত্রা শুরু হবে তবে আগামীকাল শুক্রবার থেকে যাত্রীদের চাপ কয়েকগুন বাড়তে পারে বলে ধারণা করছি। এজন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চন্দ্রা ত্রিমোড়ে যাত্রীদের ওঠানামা নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ নজরদারি বাড়িয়েছে। যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটি শুরু হলেও অনেকে এখনও ঢাকায় অবস্থান করছেন। মূলত আজ বিকেল থেকে অধিকাংশ কারখানা ছুটি হওয়ায় তখন ঘরমুখী মানুষের চাপ কয়েকগুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে আজকের স্বাভাবিক অবস্থা যাত্রীদের স্বস্তি এনে দিয়েছে।

যাত্রীবাহী বাস চালক রবিউল বলেন, সকালে যাত্রী সংখ্যা একেবারেই কম ছিল। বাস চললেও সিট খালি থাকছে। এমন অবস্থা সাধারণত ঈদের আগে দেখা যায় না। তবে আজ বিকেল থেকে চাপ বাড়বে বলে মনে হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম বলেন, যাত্রীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ কাজ করছে। যাত্রীদের চাপ কম থাকলেও যানজট এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নারায়ণগঞ্জে ‘ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে গ্রেপ্তার ১৯

বিএনপির অফিস ভাংচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদীর জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর- ২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ৭ মনোনয়ন প্রত্যাশীর একাত্মতা

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ সালাউদ্দিন আইউবীর

কোনো সরকারই আলেমদের হত্যার বিচার করেনি

ফরিদপুরে শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

গাজীপুর–২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ