বাংলাদেশে গত বছরের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের খবরে উল্লাস ও মিছিল করেছেন বাজিতপুর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পরপরই তারা উল্লাসে ফেটে পড়েন।
তাদের মধ্যে অনেকে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিলও করেছেন। সন্ধ্যায় আতশবাজি ফোটানো এবং আনন্দমিছিলে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।