হোম > সারা দেশ > ঢাকা

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাসলাইন লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে উপজেলার পাঠাত্তা গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন জরিনা বেগম, আলাউদ্দিন ও শিফা আক্তার ও শিশু শিমলা।

স্থানীয়রা জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঠাত্তা গ্রামের আজিম উদ্দিনের ছয়তলা ভবনের নিচতলায় আলাউদ্দিন তার মা ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকত। ভোরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই রুমে থাকা শিশুসহ চারজন দগ্ধ হন।

পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোরে ঘটনার পরপরই দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তদন্তের পর অগ্নিকাণ্ডের ঘটনা বিস্তারিত বলা যাবে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভোরে সোনারগাঁ থেকে একই পরিবারের চারজন দগ্ধকে আনা হয়। তাদের ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বার্ন হয়েছে।

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধর চেতনার নামে কি না করেছে তারা, জনগণ সব ছুড়ে ফেলেছে

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মধুখালীতে দুই নদীভাঙনে ভিটামাটি ছাড়া পাঁচ শতাধিক পরিবার

মানুষ আলেমদের মহব্বত করলেও তাদের ভোট দেন না: ধর্ম উপদেষ্টা

কোনো ষড়যন্ত্রই ছাত্র-যুবকদের অগ্রযাত্রা থামাতে পারবে না: জাহিদুল ইসলাম

আড়াইহাজারে ১১ বিসিএস ক্যাডারকে সংবর্ধনা

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৪

অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি হত্যার প্রধান আসামী গ্রেপ্তার