হোম > সারা দেশ > ঢাকা

তফসিলবিরোধী মিছিল করায় শরীয়তপুরে আ. লীগ ক্যাডার গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার রাতে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের জাজিরার মিরাশা এলাকায় আকস্মিকভাবে এ মিছিল করে ফ্যাসিবাদী দলটির ক্যাডাররা। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্ক বিরাজ করছে পুরো উপজেলায়। পরে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, রাত নামতেই প্রায় দুই শতাধিক আওয়ামী ক্যাডার মশাল হাতে বিভিন্ন স্লোগান দিতে দিতে সড়কের দুই পাশ দখল করে নেয়। ‘তফসিল অবৈধ’, ‘তফসিল মানি না’ এমন নানা স্লোগানে কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীদের বেশির ভাগের মুখে ছিল মাস্ক।

স্থানীয় বাসিন্দা ইমন আহম্মেদ আমার দেশকে বলেন, ‘তফসিল ঘোষণার পরপরই যদি এরকম মিছিল দেখা যায়, তাহলে নির্বাচনের সময় ঘনিয়ে আসলে কী হবে? আমরা সাধারণ মানুষ চাই, পুলিশ প্রশাসন আরো শক্তভাবে এদের দমন করুক, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।’

জাজিরা থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় মিছিলের কাজে ব্যবহৃত ৬৪টি মশাল। আটক করা ব্যক্তির নাম আনোয়ার। তার বাড়ি জাজিরায়। আওয়ামী লীগে তার কোনো পদ নেই।

জাজিরা থানার ওসি সালেহ আহাম্মদ বলেন, আনোয়ারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও জিজ্ঞাসাবাদে তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ জন্য তার বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

ধামরাইকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত করব : মুফতি আশরাফ

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গোলাবারুদ উদ্ধার

গাজীপুর-১ আসনে অনলাইনে জোরদার নির্বাচনি প্রচার

এনসিপি নেতা সারোয়ারের আসনে ব্যালটে দাঁড়িপাল্লা না রাখার আহ্বান জামায়াতের

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ আটক যুবদল নেতা

ধানের শীষে ভোট দিলে টুঙ্গিপাড়ার মানুষ মাথা উঁচু করে চলবে