প্রবাস জীবন শেষে দেশে ফেরার দুই দিন পর সৌদি প্রবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত ওই যুবকের নিজাম উদ্দিন (২৫)।
বৃহস্পতিবার ভোরে ফতুল্লা থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের তজুমুদ্দিনের বাড়ির পঞ্চম তলা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের স্ত্রী মনিরা বেগম জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সৌদি আরব থেকে হাজীগঞ্জ বাসায় আসে। বুধবার রাত ১১টায় খাবার খাওয়ার পর নিজামের সাথে আমার কথাকাটাকাটি হয়। এক ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, সেটা জানানোর পরই তর্ক চূড়ান্ত পর্যায়ে যায়। এক সময় সে ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্তের কথাও জানায়। এরপর আমরা শুয়ে পরি। রাত আড়াইটার দিকে গোঙানির শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভেঙ্গে দেখতে পাই গলায় ওড়না দিয়ে জানালার গ্রিলে স্বামী নিজাম উদ্দিন ঝুলে আছে। এ সময় ডাক-চিৎকার করলে সকলে এগিয়ে এসে জানালার সাথে পেঁচানো ওড়না খুলে বিছানায় শোয়ায়।
নিহতের ভাই মইনুদ্দিন জানান, তার ভাই দুই বছর পর সৌদি আরব থেকে সোমবার বাংলাদেশে এসে হাজীগঞ্জস্থ স্ত্রীর সাথে ভাড়া বাসায় উঠে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সংবাদ পেয় ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিছানার উপর তার ভাইয়ের মৃত দেহ। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ভোর রাতের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় নিহতের স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।