হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনা ও ত্যাগীদের মূল্যায়ন দাবি

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনা ও ত্যাগীদের মূল্যায়নের দাবি জানানো হয়েছে। সিপাহী বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দাবি জানায়। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমানকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, আবিদুর রহমান খান রোমান ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনামলে বিএনপির মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে মামলা হামলার শিকার হয়েছেন। সেইসঙ্গে নেতাকর্মীদেরও পাশে ছিলেন তিনি। একমাত্র রোমানই ধানের শীষ প্রতীক পাওয়ার যোগ্যপ্রার্থী ও দাবিদার। এরআগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা পুরাতন বাসস্ট্যান্ডে এসে জড়ো হয়। সেখান থেকে দিবসের কর্মসূচি হিসেবে এক র‍্যালি হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি শেখ মো. আসাদ উল্লাহ খান আজাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম খান বাদল, শেখ আব্দুস সোবহান,যুব বিষয়ক সম্পাদক হাছান আলী, যুবদল সদস্য সারোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক, সহ-সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক এমদাদুল হক, চান্দহর ইউনিয়ন শ্রমিক দল সভাপতি আফতাব উদ্দিন, কাঞ্চন মালা প্রমুখ।

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ

পদ্মার এক কাতল ৫৫ হাজার টাকায় বিক্রি

কেরানীগঞ্জে সুজনের নতুন কমিটি গঠন

ভাঙ্গায় বিপুল পরিমাণ ককটেল-পেট্রোল বোমাসহ তিন যুবক আটক

বোয়ালমারীতে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

মাদারীপু‌রে একাধিক মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

মহাসড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আসন পুনর্বহালের দাবি

গাজীপুরে একরাতে তিন বাসে আগুন

সার সংকটে বিপাকে নিকলী হাওরাঞ্চলের কৃষক

পুড়ে অঙ্গার পরিবারের একমাত্র উপার্জনকারী জুলহাস