সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিণত হয়েছিল গৌরবের মঞ্চে। ঝলমলে পরিবেশে পর্তুগাল রাজপরিবারের প্রধান মহামান্য ব্রাগঁজা ডিউক রাজকীয় বহর নিয়ে এ ক্যাম্পাসে পৌঁছে যান।
মঙ্গলবার পর্তুগালের রাজ পরিবারের প্রধানের সফরের মূল আকর্ষণ ছিল লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা নিয়ে অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে । অনুষ্ঠানে ফেয়ার পে চার্টার-এর বাংলাদেশ দূত হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. সবুর খানকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ডিউককে প্রদান করা হয় গার্ড অব অনার। পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সবুর খান। এ
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাচেস ইসাবেল ইনেস দে হেরেদিয়া, প্রিন্স আফনসো দে সান্তা মারিয়া, লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল, ট্রেজারার ড. হামিদুল হক খান প্রমুখ।