টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত
তিন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা জেলার ডুমুরিয়া থানার
ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী
(৬০), ঠাকুরগাঁও জেলার মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম (৪৬) ও
শেরপুর জেলার শ্রীবর্দী থানার রানী শিমুল গ্রামের মৃত সবদুল্লাহর ছেলে
সাবেদ আলী (৭০)। তাদের মধ্যে আব্দুল কুদ্দুস গাজীর জানাযা নামাজ বাদ
জুমা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, জুমার নামাজ আদায় করার জন্য কুদ্দুস গাজী গোসল করতে
গেলে গোসল অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। সকাল ১১ টার দিকে
তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর আমিরুল ইসলাম ও সাবেদ
আলী অসুস্থ হয়ে পড়লে তাদেরকেও টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার
জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তারা দুজন মৃত্যুবরণ করেন।
বিশ্ব ইজতেমার শূরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আব্দুল
কুদ্দুস গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। অপর দুই জনের মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন এর কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারি স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন।
শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। ইজতেমা ময়দানে জুমার নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তার দাফনের বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এমএস