হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাগর ১০ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত দিনমজুর সজল হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে (৩৫) ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে সাগরের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক সজীব দে। শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো: আশিকুর রহমান তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফিরোজ কবির জানান, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের সরকার পতন হলে সাগর কোরিয়ায় পালিয়ে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হলে তিনি দেশে ফিরে গোপনে ঢাকায় বসবাস করে আসছিল। দীর্ঘ ১ মাস নজরদারির পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আদালতে সাজ্জাত হোসেন সাগরকে আনা হলে বিক্ষুব্ধ উত্তেজিত জনতা নানা স্লোগান দেয়, কেউ কেউ সাগরকে উদ্দেশ্য করে ডিম ছুড়ে মারে। নিহত শহীদ সজলের ভাই সাইফুল সাগরের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগস্ট ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মুন্সীগঞ্জ শহরের হাজারো নিরীহ ছাত্র-জনতা আন্দোলনে অংশ নেয়। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ককটেল ও বিভিন্ন অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, স্কুল-কলেজের ছাত্রীদের প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত, অপমান ও অপদস্থ করে। আন্দোলনে শহরের উত্তর ইসলামপুর গ্রামের সজল মোল্লা, রিয়াজুল ফরাজি ও দীপজল গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় পৃথক ৩টি’সহ মোট ৫টি মামলার আসামি করা হয় ছাত্রলীগের ক্যাডার সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অত্যন্ত ঘনিষ্ঠ ও মুন্সীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগর (৩৫)-কে।

আইনজীবী সমিতির ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যা, যুবলীগ কর্মী গ্রেপ্তার

সাভারে বিএলআরআইয়ে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

নামেই কলেজ: চার শিক্ষকের এক শিক্ষার্থী, ফলে ভরাডুবি!

দাদির অবহেলা, বোয়ালমারীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আ.লীগে যোগ দিয়ে বিএনপি নেতা বললেন, ‘শেখ হাসিনা ফিরবেন’

অপহৃত মুফতি মুহিবুল্লাহ মাদানীকে শিকলবন্দি অবস্থায় পাওয়া গেলো পঞ্চগড়ে

মাদারীপুরে এনসিপি নেতার অনৈতিক সম্পর্কের ভিডিও ফাঁস

ফতুল্লায় ব্যবসায়ী নেতার উদ্যোগে সড়ক সংস্কার