হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

রেন্ট-এ কার চালানোর আড়ালে অপহরণ ও মুক্তিপণ আদায় করাই ছিল তাদের পেশা। এমন এক ঘটনায় চার অপহরণকারীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত চারজনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এরা হলেন মামুন রমু (৩৮), নুর ইসলাম (৫২), শাকিল আহমেদ পাপ্পু (৩০) ও জয়নাল আবেদিন (৩৬)। আসামিরা সবাই কেরানীগঞ্জ মডেল থানার বাসিন্দা। এ ঘটনায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৪-৭৪০৫), তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি চাকু ও ৩ হাজার টাকা জব্দ করা হয়।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার এক ব্যক্তি সুশান্ত কুমার শীল গ্রামের বাড়ি মানিকগঞ্জে যাওয়ার জন্য দুপুরে হেমায়েতপুর বাস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এসময় এই চক্রের সদস্যরা একটি সাদা প্রাইভেটকারে এসে সুশান্তের সামনে থামায়। একপর্যায়ে ১৫০ টাকা ভাড়ায় তাকে গাড়িতে ওঠায়। কিছু দূর যাওয়ার পর নির্জন স্থানে সুশান্তের চোখ-হাত বেঁধে মারধর করে সঙ্গে থাকা টাকা নিয়ে নেয়। এরপর সুশান্তের বাড়িতে ফোন দিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে তার জীবননাশের হুমকি দেয়। গাড়িটি বিকালে ধামরাই থানাধীন চৌটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সুশান্ত চিৎকার শুরু করেন। এ সময় এলাকাবাসী প্রাইভেটকারসহ আসাসিদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ওসি আরো বলেন, এ ঘটনায় ধামরাই থানায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। এরা পেশাদার অপরাধী।

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

র‍্যাবের ডিএডি মোতালেবের কুমিল্লার বাড়িতে মাতম

রায়পুরায় স মিলের ভেতর থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

রঙিন কপি চাষে সফলতা

বিএনপি প্রার্থী টুকুর সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলা, আহত ২