দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানা এলাকার ২০ জন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ কমিটির গুরুত্বপূর্ণ ৬ জন নেতা এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদমর্যাদার আরও ৮ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন—মাজেদুল ইসলাম (সভাপতি), জি এম সাদরিল (সহ-সভাপতি), মো. আবুল হোসেন (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক), কামরুজ্জামান শরিফ (যুগ্ম সম্পাদক), আলী আকবর (সাংগঠনিক সম্পাদক) ও শামিম আহম্মেদ ঢালি (সদস্য)।
ওয়ার্ড পর্যায়ে বহিষ্কৃত নেতারা হলেন—মোহাম্মদ আলী (সভাপতি, ২ নম্বর ওয়ার্ড), মাসুদুজ্জামান মন্টু (সভাপতি, ৯ নম্বর ওয়ার্ড), মুন্সি আলী আইয়ুব (সাধারণ সম্পাদক, ৪ নম্বর ওয়ার্ড), মাসুদ করিম (সাধারণ সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ড), মো. জিল্লুর রহমান (সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড), মো. জামাল প্রধান (সাধারণ সম্পাদক, ১০ নম্বর ওয়ার্ড), জামান মির্জা (সাধারণ সম্পাদক, ৭ নম্বর ওয়ার্ড) এবং শহিদুল ইসলাম ভূইয়া (সাংগঠনিক সম্পাদক, ৩ নম্বর ওয়ার্ড)।
একই অভিযোগে সোনারগাঁ উপজেলায় বিএনপির আরও ৬ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—উপজেলা বিএনপির বজলুর রহমান (সহ-সভাপতি), অ্যাডভোকেট সাদ্দাম হোসেন (যুগ্ম সম্পাদক), জিয়াউল ইসলাম চয়ন (যুগ্ম সম্পাদক), খন্দকার আবু জাফর (সদস্য), পৌর বিএনপির পনির হোসেন (সহ-সভাপতি) এবং হুমায়ুন কবির রফিক (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক)।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য, সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত থাকা এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।