হোম > সারা দেশ > ঢাকা

মোবাইল ব্যাংকিং ডিএসআরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাই

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

ছবি: আমার দেশ।

মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী ব্রিজে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট এক ডিএসআরের (পরিবেশক বিক্রয় প্রতিনিধি) কাছ থেকে নগদ ২৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের কামালদী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাজৈর পৌর এলাকার ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং টেকেরহাট শাখার ডিএসআর সুশময় চক্রবর্তী বিভিন্ন এজেন্ট ব্যাংকিং শাখা থেকে নগদ টাকা সংগ্রহ করে বাজিতপুর মজুদদার বাজারে অবস্থিত ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং শাখায় নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে টেকেরহাট শাখা থেকে ১০ লাখ টাকা, পাইকপাড়ার ফুলতলা এজেন্ট শাখা থেকে ৭ লাখ টাকা এবং আমগ্রাম বাজার এজেন্ট শাখা থেকে ৭ লাখ টাকা সংগ্রহ করে।

তিনি মোট ২৪ লাখ টাকা একটি ব্যাগে করে মোটরসাইকেলে রওনা হলে কামালদী ব্রিজ এলাকায় পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তার সঙ্গে কথা বলে। একপর্যায়ে তারা মুখের সামনে চেতনা নাশক কিছু ধরে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দ্রুত মাদারীপুরের দিকে পালিয়ে যায়।

ভুক্তভোগী সুশময় চক্রবর্তী ,ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং টেকেরহাট শাখার ডিএসআর। তিনি রাজৈর পৌর এলাকার সাহাপাড়া মহল্লার বাসিন্দা এবং মৃত সম্পদ চক্রবর্তীর ছেলে।

এ বিষয়ে ডাচ বাংলা ব্যাংকের টেকেরহাট শাখার ম্যানেজার মনতোষ সরকার বলেন, ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা মুখের সামনে কিছু ধরে (চেতনা নাশক) টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।ডিএসআর সুশময় চক্রবর্তীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

ফরিদপুরে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদাবাজির মামলায় যুবদল কর্মী গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় এনসিপি প্রার্থীর জিডি

আমার দেশ প্রতিনিধি আকরাম হোসেনকে হুমকি, থানায় জিডি

এনসিপি প্রার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ১

আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

শিবচরে কে হত্যা করল অন্ধের স্ত্রীকে?

ধান গবেষণা ইনস্টিটিউটে ব্রির গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

শরীয়তপুরে দুই শতাব্দীর ঐতিহ্যবাহী জোড় মাছের মেলা

মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত পেলেন তারেক রহমানের শুভেচ্ছা