হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটো চালক ফাহিম মিয়া (৩০)।

নিহতের স্বজনরা জানান, রাতে ইজিবাইক যোগে তারা তিনজন মাধবদীর থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। এ সময় ইজিবাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুত গতির একটি বাস ইজিবাইককে চাপা দেয়। এ সময় দু’জন ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান আরো একজন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, দ্রুত গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেয়ার পর আরো একজন নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও পালিয়েছে বাসের চালক ও সহযোগী।

পুলিশের সহায়তায় হাফিজ ফিরে পেলেন জীবিকার অবলম্বন

নিষিদ্ধ সময়ে ইলিশ কেনায় ৪ জনকে জরিমানা

টঙ্গীতে তীব্র গ্যাস সংকটে বিড়ম্বনা চরমে

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২ আহত ১০

হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাগর ১০ দিনের রিমান্ডে

আইনজীবী সমিতির ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যা, যুবলীগ কর্মী গ্রেপ্তার

সাভারে বিএলআরআইয়ে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

নামেই কলেজ: চার শিক্ষকের এক শিক্ষার্থী, ফলে ভরাডুবি!

দাদির অবহেলা, বোয়ালমারীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু