হোম > সারা দেশ > ঢাকা

যুবলীগ নেতা দেলুর বাড়ি-ঘর ও জমি ক্রোকের নির্দেশ

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন যুবলীগের সভাপতি শীর্ষ সন্ত্রাসী (দেলু) বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে সম্পদ ক্রোকাদেশ এবং ক্রোককৃত সম্পত্তি রিসিভার নিয়োগ আদেশ প্রদান করেছে আদালত।

জ্ঞাত আয়বহির্ভূত ৮ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৯৮০ টাকার অবৈধ সম্পদ দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করেন।

দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক সাইদুজ্জামান মামলাটি দায়ের করেন।

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি (এজাহার) দায়ের করার পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এর আগে দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে হত্যা, রাহাজানি, ডাকাতি ও চাঁদাবাজিসহ অর্ধশতাধিক মামলা রয়েছে।

দুদকের মামলাসহ তার বিরুদ্ধে এখন মামলার সংখ্যা প্রায় অর্ধশতাধিক। দেলোয়ার হোসেন দেলু পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বাবার নাম মো. সুরুজ আলী। পলাশ উপজেলার কাজিরচরে তার জন্ম।

আদালত দেলুর নিজ এলাকা পলাশ উপজেলার কাজিরচর মৌজায় ২০১৭ সালের ২২ মার্চ ১২৫৪ নম্বর দলিলে ২৭ শতাংশ জমি এবং এর ওপর নির্মিত ২ হাজার ৩০৪ বর্গফুটের তিনতলা ডুপেক্স বাড়ি। যার মূল্য ৩ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৪৪ টাকা এবং একই এলাকায় ২০২২ সালের ২৪ জানুয়ারি পলাশ সাবরেজিস্ট্রি অফিসের ৩০৯ নম্বর দলিলে ৬ শতাংশ জমি এবং জমির ওপর নির্মিত তিন হাজার ৬৫০ বর্গফুটের পাঁচতলা ভবন। যার মূল্য ৩ কোটি ৬৮ লাখ ৮ হাজার ২৫৭ টাকা। অবৈধ উপার্জন দিয়ে এই সম্পত্তি ও বাড়ি নির্মাণের অভিযোগে আদালত এই রায় দেয়।

স্থানীয়দের মতে, নৌকার মাঝি মো. সুরুজ আলীর ছেলে অভাব অনটনে বড় হওয়া ছিঁচকে চোর থেকে ডাকাত, এরপর নেতা বনে যাওয়া দেলু বিগত ১৭ বছর আওয়ামী শাসন আমলে শত কোটি টাকার মালিক হয়েছেন।

পলাশ, কালীগঞ্জ, রূপগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় হত্যা, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল, বাড়ি দখল ও দুদকের মামলাসহ তার বিরুদ্ধে রয়েছে অর্ধশতাধিক মামলা। ৫ আগস্ট শেখ হাসিনা পলায়নের পর স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আঁতাত করে এলাকা থেকে নিরাপদ স্থানে চলে যায় দেলু।

পলাশ থানার ওসি মো. মনির হোসেন জানান, এই থানায় দেলুর বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে শুনেছি তার বিরুদ্ধে আশপাশের বেশকিছু মামলা রয়েছে। এছাড়া দুদক থেকেও ক্রোকাদেশ দেওয়া হয়েছে।

ইতালি থেকে ফিরল সাগরের লাশ, রাজৈরে শোকের মাতম

টঙ্গী জোড় ইজতেমায় আগত দুই মুসল্লির মৃত্যু

খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে মারার চেষ্টা করেছেন হাসিনা: টুকু

টঙ্গীতে আমবয়ানের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শাফি উদ্দিনের ইন্তেকাল

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি বঞ্চিত ৫ নেতার

আওয়ামী লীগের শতাধিক নেতা কর্মীর বিএনপিতে যোগদান

জমি নিয়ে বিরোধে খুন: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার

ক্লাস নিয়েই সবাইকে চমকে দিলেন নবাগত জেলা প্রশাসক