হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে গুলি করে বিকাশ এজেন্টের ৫০ লাখ টাকা লুট, আহত ২

স্টাফ রিপোর্টার, টঙ্গী ও গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে জে এন্ড সন্স বিকাশ এজেন্টের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ৫০ লাখ টাকা লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে টঙ্গী আনারকলি রোড এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন বিকাশ বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেন (২৭) ও ছুরিকাঘাতে আহত হয়েছেন আজাদ হোসেন (২৯)। এদের মধ্যে গুলিবিদ্ধ আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত বিকাশ বিক্রয় প্রতিনিধি আজাদ হোসেন জানান, টঙ্গীবাজার ও আশপাশের এলাকার বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা কালেকশন করে তারা সন্ধ্যা সোয়া ৭টার দিকে আনারকলি রোড হয়ে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের জে এন্ড সন্স নামক বিকাশ এজেন্টের অফিসে যাচ্ছিলেন। তাদের বহনকারি মোটরসাইকেলটি আনারকলি রোডের মাঝামাঝি আসামাত্র ৩জন দুর্বৃত্ত্ব মোটরসাইকেল দিয়ে এসে তাদের গতিরোধ করে। এসময় তাদের সাথে থাকা টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে তারা বাধা দেন। পরে দুর্বৃত্তরা আরিফের বুকে এক রাউন্ড গুলি করে এবং আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে আজাদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং আশংকজনক অবস্থায় আরিফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এব্যাপারে টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা সুলতানা বলেন, গুলিবিদ্ধ আরিফকে ঢামেকে পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

আড়াইহাজারে নির্বাচনি কেন্দ্র পরিদর্শন ডিসির

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৯ বছরের শিশুর

সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

শীতের আগুনেই নিভে গেল বৃদ্ধার একাকী জীবনের প্রদীপ

হাদির ওপর গুলির প্রতিবাদে রাজৈরে বিক্ষোভ

কেরানীগঞ্জে আগুনের ঘটনায় উদ্ধার ৪২, সেনা-বিজিবি মোতায়েন

কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট