হোম > সারা দেশ > ঢাকা

গ্যাস-বিদ্যুৎ না থাকায় গড়ে ওঠেনি শিল্প-কারখানা

এসএম আরিফুল হাসান, শিবপুর (নরসিংদী)

গ্যাস-বিদ্যুৎ সংযোগ না থাকায় নরসিংদীর শিবপুর বিসিকে তিন বছরেও গড়ে ওঠেনি শিল্প-কারখানা। এছাড়াও রক্ষণাবেক্ষণের অভাবে সৈয়দনগরে গড়ে তোলা ‘নরসিংদীর সম্প্রসারণকৃত বিসিক’ এখন অপরাধ ও অসামাজিক কার্যকলাপের স্থানে পরিণত হয়েছে। গেটে নেই কোনো পাহারাদার। গড়ে ওঠেনি কোনো শিল্প-কারখানা।

ফলে বিসিকের বৃহৎ এই ফাঁকা মাঠ এখন কাশফুল, আগাছা ও জঙ্গলে পরিণত হয়েছে। আর এই কাশফুল দেখতে এসে যুবক-যুবতী, প্রেমিকযুগল ও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। অপরদিকে চোর, ডাকাত, জুয়াড়ি ও মাদকসেবীদের নিরাপদ স্থানে পরিণত হয়েছে এটি।

জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দ নগরে গড়ে তোলা হয়েছে নরসিংদীর শিল্পনগরী বিসিক। প্রায় ৫০ একর জমিতে গড়ে তোলা হয় এই নতুন বিসিক। এতে মোট ১৫৭টি প্লট রয়েছে এবং সব প্লটই বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দ নগরে এই বিসিকের কাজ শুরু হয় এবং ২০২২ সালে এর কাজ শেষ হয়, যার মোট ব্যয় হয়েছে প্রায় ৯০ কোটি টাকা। কিন্তু ১৫৭টি প্লটের মধ্যে মাত্র দুটি শিল্প-কারখানা গড়ে উঠেছে। ফলে এই দুটি কারখানার লোকজনও এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসী জানান, স্থানীয়ভাবে শিল্প-কারখানা গড়ে তোলাসহ বেকার লোকজনের কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম আরো বৃদ্ধি পাবে—সেই আশা নিয়েই এই বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয়েছে। কিন্তু প্রতিষ্ঠার তিন বছরেও শিল্প-কারখানা গড়ে না ওঠায় জনমনে হতাশা বিরাজ করছে। সরকার যে উদ্দেশ্য নিয়ে এই বিশাল বিসিক গড়ে তুলেছে, তার কোনো সুফল ভোগ করতে পারছেন না এলাকাবাসী। ফলে এলাকাবাসীর মনে একপ্রকারের ক্ষোভও বিরাজ করছে।

বিসিক কর্তৃপক্ষ জানান, শিবপুর উপজেলার সৈয়দ নগরে অবস্থিত সম্প্রসারণকৃত বিসিকের সব প্লট বরাদ্দ দেওয়া আছে। শিল্পোদ্যোক্তারা কল-কারখানা স্থাপন করতে আগ্রহী আছেন। কিন্তু এখনো গ্যাস সংযোগ না হওয়ায় কল-কারখানা গড়ে ওঠেনি। এমনকি পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সংযোগও নেই।

কর্তৃপক্ষ গ্যাস সংযোগের জন্য সরকারিভাবে (জিটুজি) তিতাস গ্যাস কোম্পানিকে ১১ কোটি টাকাও দিয়েছে; কিন্তু তারা গ্যাস সংযোগ দিচ্ছে না। আবার বিদ্যুতের জন্যও প্রয়োজনীয় আবেদন করা আছে, কিন্তু বিদ্যুৎ সংযোগও হচ্ছে না। ফলে গ্যাস আর বিদ্যুৎ লাইন সংযোগ না হওয়ায় কল-কারখানা গড়ে উঠছে না। এছাড়া বিসিক রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবল-সংকট রয়েছে। জনবল নিয়োগ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তারা।

বিসিক নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম খান বলেন, ‘গ্যাস ও পর্যাপ্ত বিদ্যুৎ সংযোগ না হওয়ায় উদ্যোক্তারা শিল্প-কারখানা গড়ে তুলতে পারছেন না। আমরা গ্যাসের জন্য ১১ কোটি টাকাও কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছি। গ্যাসের জন্য আলাদা প্লটও রয়েছে, কিন্তু গ্যাস সংযোগ দিচ্ছেন না। অন্যদিকে বিদ্যুতের জন্যও আবেদন করা আছে, বিদ্যুৎও পাচ্ছি না। আর জনবলের জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন দেওয়া আছে। আমরা চেষ্টা করছি এসব সমস্যা সমাধান করতে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, ‘বিসিক কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করে না। ফলে কী কারণে শিল্প-কারখানা গড়ে উঠছে না, তা আমি অবগত নই। এখানে বহিরাগতের আসা-যাওয়া নিয়ে এলাকার লোকজন প্রায়ই ফোন করেন। কিন্তু বিসিক কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় মোবাইল কোর্টও পরিচালনা করতে পারি না।’

কৃষকের ৬ শতাধিক কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ ছয় মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা

বিআরটি উড়াল সড়কের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিদ্যালয়ের চারদিকে থইথই পানি, তাও গোপালগঞ্জে

দেশের উন্নতি করার শিক্ষা নিতে হবে: বিচারপতি মমিনুর রহমান

শতবর্ষ ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে গোপালপুরের শশীমুখী উচ্চবিদ্যালয়

কাপাসিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে প্রচারিত সংবাদের প্রতিবাদ

ইসলামী আন্দোলনের লোক হয়েও নিক্সন চৌধুরীর ‘মুরুব্বি’, এবার গ্রেপ্তার

নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ১৫

রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরো এগুবে: গভর্নর