গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদারের (৫১) বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অপমানে আটদিন পর ওই ছাত্রী আত্মহত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে গলায় ওড়না প্যাঁচিয়ে পঞ্চম জামাতের ওই ছাত্রী আত্মহত্যা করে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত পরিচালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
অভিযুক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শিকদারের ছেলে।
নিহত ছাত্রীর মা জানান, আটদিন আগে মাদ্রাসা ছুটির পরে আমার মেয়েকে ধর্ষণ করে ওই হুজুর। পরে শোক সইতে না পেরে বৃহস্পতিবার সকালে আত্মহত্যা করে। আমি আমার মেয়ের ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, মহিলা মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
তিনি আরও জানান, অভিযুক্ত মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।