হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গী ইজতেমা ময়দানে আরও দুই মুসল্লির মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গী তুরাগ তীরে শনিবার বাদ ফজর তাৎপর্যপূর্ণ বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে নিজামুদ্দিন মারকাযের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। ফজর নামাজের পর সমবেত মুসল্লিদের উদ্দেশে দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলবি বয়ান করেন। তিনি বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ আহমাদ কান্ধলবির বড় ছেলে। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা ওসামা ইসলাম।

শান্তিপূর্ণ পরিবেশ ও অনুকূল আবহাওয়া বজায় থাকায় ইজতেমায় আগত মুসল্লিগণ স্বাচ্ছন্দ্যে ও গভীর মনোযোগ সহকারে তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের বয়ান শুনছেন এবং ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।

ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)। তিনি ময়দানে ২৭নং খিত্তায় অবস্থান করছিলেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে রাত ১০টা ০৫ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি ময়দানের ৭২নং খিত্তায় অবস্থান করছিলেন।

এছাড়াও গত বৃহস্পতিবার দিবাগত রাতে দিদার তরফদার (৫৫) নামে অপর এক মুসল্লির মৃত্যু হয়। গত বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত ইজতেমায় মোট ৩ জন মুসল্লির মৃত্যু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা সাদ কান্ধলবি অনুসারী ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম।

প্রসঙ্গত, রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী, বললেন যে কারণ

‘জুলাই রেবেলস’ সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক

বিজয় দিবসের রাতে দুর্বৃত্তরা পোড়াল বীর মুক্তিযোদ্ধার কবর

পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কিশোরগঞ্জে বিজয় দিবস পালিত

বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে জামায়াতের জোর প্রচার

মানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুই ককটেল বিস্ফোরণ

আড়িয়াল খাঁ নদী থেকে নারীর ভাসমান লাশ উদ্ধার

ভাইকে সমর্থন দিতে বিএনপি প্রার্থী পরিবর্তন চাইলেন হাসান সরকার