হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে জাল টাকা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকার নোট ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

সোমবার (দিবাগত রাত) রাত সাড়ে ১১টায় টঙ্গীর দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেটের আব্দুল আজিজের ছেলে আরিফ রায়হান (৩১), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শক্তিপুর বাজার গ্রামের আব্দুস সালামের ছেলে রুবেল মিয়া (৩৩) এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার হাতিল গ্রামের সরুজ আলীর ছেলে জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টঙ্গীর দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলায় কতিপয় ব্যক্তি একটি জাল টাকা তৈরির কারখানা স্থাপন করে বিপুল পরিমাণ জাল টাকা তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার জাল নোট, কাগজে প্রিন্ট অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট, জাল টাকা তৈরির সরঞ্জাম হিসেবে চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, একটি পেপার কাটার মেশিন, একটি লেমিনেটিং মেশিন, দুটি পেপার বাইন্ডার মেশিন, একটি স্ক্যানার, বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টার কালি, একটি হেয়ার ড্রায়ার, একটি টেবিল ফ্যান, ২৫টি স্ক্রিন ফ্রেম, দুটি স্ক্রিন লক ফ্রেম, তিনটি মোবাইল ফোন, চারটি প্লাস্টিক স্কেল, পাঁচটি এন্টি কাটার, ছয় রোল ফুয়েল পেপার, দেড় লিটার স্পিরিট, একটি স্প্রে রং, দুটি কেমিক্যালের বোতল, পাঁচটি কাঁচি, তিনটি মাল্টিপ্লাগ, একটি হাতুড়ি, একটি প্লাস, ১৫টি ফেবিকল গামের কৌটা, জাল টাকা তৈরির বিভিন্ন সাইজের কাগজ ১০ রিম, একটি স্মার্ট ঘড়ি এবং নগদ এক হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাল টাকা তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।

মহিলা জামায়াতকর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

আওয়ামী ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ায় নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা নেই

আড়াইহাজারে জামায়াতের মিছিলে হামলা, আহত ৪

এবার কোনো দায়সারা নির্বাচন হবে না: নরসিংদীর জেলা প্রশাসক

বিএনপি প্রার্থীর জন্য ভোট চেয়ে মাঠে স্ত্রী ও দুই মেয়ে

ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ

বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ফেনসিডিলের বিকল্প সিরাপের বড় চালানসহ দুই মাদক কারবারি আটক