হোম > সারা দেশ > ঢাকা

অপহৃত মুফতি মুহিবুল্লাহ মাদানীকে শিকলবন্দি অবস্থায় পাওয়া গেলো পঞ্চগড়ে

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুরের টঙ্গী টিঅ্যান্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানীকে পাওয়া গেছে বলে জানিয়েছেন তার ছেলে আব্দুল্লাহ।

বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকার একটি রাস্তার পাশে গাছের সাথে লোহার শিকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এর আগে বুধবার ফজর নামাজের পর হাঁটতে গেলে অপহরণের শিকার হন তিনি। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী জানান, মুফতি মুহিবুল্লাহ মাদানী জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন, হিন্দু ছেলেদের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান মেয়েদের সতীত্ব নষ্ট করা, সমাজের চলমান নৈতিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও আন্তধর্মীয় সম্পর্ক নিয়ে জুমার খুতবায় নিয়মিত বয়ান রাখতেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথেও কথা বলেন।

বুধবার সকালে তিনি নিখোঁজ হন। সকাল ১১টা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনটি খোলা ছিল। সোয়া ১১টার পর মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

বৃহস্পতিবার সকালে মুসল্লিরা ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পথে পঞ্চগড় জেলার সদর থানার হেলিপ্যাড বাজার এলাকায় তাকে গাছের সাথে হাত-পা লোহার শিকল দিয়ে বাঁধা অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড়ের একটি হাসপাতালে ভর্তি করে বলে মাওলানা মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ নিশ্চিত করেন।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ওসি মো. আব্দুল্লাহিল জামান বলেন, মাওলানা মুহিবুল্লাহ মাদানীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাগর ১০ দিনের রিমান্ডে

আইনজীবী সমিতির ভবনের ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যা, যুবলীগ কর্মী গ্রেপ্তার

সাভারে বিএলআরআইয়ে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

নামেই কলেজ: চার শিক্ষকের এক শিক্ষার্থী, ফলে ভরাডুবি!

দাদির অবহেলা, বোয়ালমারীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আ.লীগে যোগ দিয়ে বিএনপি নেতা বললেন, ‘শেখ হাসিনা ফিরবেন’

মাদারীপুরে এনসিপি নেতার অনৈতিক সম্পর্কের ভিডিও ফাঁস

ফতুল্লায় ব্যবসায়ী নেতার উদ্যোগে সড়ক সংস্কার