নরসিংদীর বেলাবোতে ব্যাবসাসংক্রান্ত বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় অসুস্থ হয়ে মারা যান আমলাব ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জগৎ মিয়ার (৫০)। এ ঘটনায় নিহতের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে বেলাবো উপজেলা আওয়ামীলীর সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন প্রধানের দুই ছেলে শ্যামল প্রধান (৪০) ও উজ্জল প্রধান (৩৫)কে আসামি করে বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) দায়েরকৃত মামলার নং-১২ অনুযায়ী মামলার প্রধান আসামি শ্যামল মিয়াকে গ্রেপ্তার করে নরসিংদী আদালতে প্রেরণ করেন বেলাবো থানা পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি রোববার বিকালে উপজেলার পাহাড় উজিলাব বাজারে বিভারটেক ব্যবসাকে কেন্দ্র করে নিহত জগত মিয়ার সাথে শ্যামল প্রধান ও তার ভাই উজ্জল প্রধানের বাগ্বিতণ্ডা হয়। জগত মিয়াকে কলার ধরে বুকে স্বজুড়ে ঘুসি মারলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে নিহত জগত মিয়ার স্বজনরা তাকে বারৈচা জগৎ লাইফ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জগৎ মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা শ্যামল মিয়ার বাড়িতে হানা দেয়। এসময় তারা একটি রান্নাঘর পুড়ে ফেলে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে বেলাব থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বেলাব থানা অফিসার ইনচার্জ এসএম আমানউল্লাহ জানায়, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শ্যামল নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।