গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় মোবাইল ফোন টাওয়ারের সিকিউরিটি গার্ডের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে স্থানীয় পূবাইল থানা পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে।
ভিকটিম ওই গার্ডের নাম মীর আলতাব হোসেন (৬৫)। তিনি গাজীপুর মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের মেঘডুবী গ্রামের মৃত মীর কাজিমুদ্দিন মাস্টারের ছেলে।
সোমবার সকালে নগরীর মেঘডুবী ডাক্তার বাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের ভেতরে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পায় ছেলে সবুজ।
এর আগে মোবাইল টাওয়ার প্রতিষ্ঠানের লোকজন আলতাবকে ফোনে না পেয়ে তার ছেলেকে বিষয়টি জানায়। পরে সে ঘটনাস্থলে এসে তার বাবার হাত-পা বাঁধা লাশ দেখতে পায়।
পূবাইল থানার ওসি মোল্লা খালিদ হাসান জানান, লাশ দেখে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে পাঠানো হচ্ছে।