হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে প্রত্যাহার

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার সকাল ৭টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কারখানার সামনে নেয়া হলে সকাল সাড়ে ৮টায় যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়নি।কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি। ১১ মার্চ হঠাৎ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেয়ায় একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে মহাসড়ক অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য, শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, এই কারখানার শ্রমিকরা কয়েক দিন আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ২০ মার্চের মধ্যে বেতন দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। এর মধ্যে ১৫০০ জন শ্রমিকদের মধ্যে ১২৫০ জন শ্রমিকের বেতন দেয়া হয়।

গতকাল শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা করে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর রোববার সকাল ৭টা থেকে শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নেয়া হলে সকাল সাড়ে ৮টায় যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

রাজৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যানের ২ জন নিহত

ভাঙ্গায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

বাড়িতে এসে চাচাতো ভাইকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন পুলিশ সদস্য

কিশোরগঞ্জে ৬ আসনের মধ্যে দুইটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নরসিংদীতে শিগগিরই শুরু হবে ‘কমান্ডো অপারেশন’: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদারীপুর মুক্ত দিবস আজ

খালেদা জিয়ার জন্য হাজারো নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় কৃষকদল সভাপতির দোয়া

সরকারি গাছ কাটতে বাধা, প্রধান শিক্ষককে লাঞ্চিত করলো যুবলীগ ক্যাডার

কিশোরগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

নেতা বিএনপির সদস্যপদ ফিরে পাওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ