হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়া ও বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের অধীনে সাভার উপজেলার আশুলিয়া ও বিরুলিয়া ইউনিয়নে নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দুই ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল স্বাক্ষরিত উভয় ইউনিয়নের নতুন কমিটির নাম ও পদবী প্রকাশ করা হয়।

আশুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন সভাপতি মোহাম্মাদ রয়মান মোস্তফা এবং সাধারণ সম্পাদক মো. মোসাব্বির শিহাব। কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তুহিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহমেদ। এখানেও সংগঠনকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সংখ্যক সহ-সভাপতি ও সম্পাদকমণ্ডলীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিনের লড়াই-সংগ্রামে ত্যাগ স্বীকার করা ছাত্রদল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। পাশাপাশি যোগ্যতা ও সক্রিয় ভূমিকার ভিত্তিতে তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসায় কমিটিকে ‘সুন্দর ও ভারসাম্যপূর্ণ’ হিসেবে অভিহিত করেছেন অনেকেই।

স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন পর এমন একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি দেওয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই কমিটি আশুলিয়া ও বিরুলিয়ায় ছাত্রদলের কার্যক্রমে নতুন গতি ও ঐক্যের সঞ্চার করবে। এজন্য তারা ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

‘শিক্ষা, ঐক্য ও প্রগতি’র মূলমন্ত্রকে ধারণ করে গঠিত এই কমিটি স্থানীয় পর্যায়ে ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকেও নতুন নেতৃত্বকে স্বাগত জানানো হয়েছে এবং তাদের সফলতা কামনা করা হয়েছে।

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াত প্রার্থীর বাসায় তালা সমর্থকদের

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

তারেক রহমানের জনসভা প্রস্তুতি নিয়ে বিএনপির মতবিনিময়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্বে জাহিদ-হৃদয়

খাল দখল করে বিএনপি নেতার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগ

জবাবদিহির অভাবে দেশে সংকট কমেনি: শরীয়তপুরে রিজভী

র‍্যাবের ডিএডি মোতালেবের কুমিল্লার বাড়িতে মাতম

রায়পুরায় স মিলের ভেতর থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

রঙিন কপি চাষে সফলতা

বিএনপি প্রার্থী টুকুর সমর্থকদের উপর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলা, আহত ২