হোম > সারা দেশ > ঢাকা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের ডাসার উপ‌জেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আব্বাস চৌধুরী খাটিয়াল গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে।

মৃত্যুর খবরে এলাকায় ফের চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় পরিস্থিতি আবারও সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, খাতিয়াল গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৪ তারিখ বুধবার আনোয়ার জমাদ্দারের লোকজন আব্বাস চৌধুরীর ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত অবস্থায় প্রথমে আব্বাস চৌধুরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। অবশেষে রবিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্বাস চৌধুরীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আব্বাস চৌধুরীর মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় নিহত ৫

কাশিয়ানীতে বিদ্যুৎস্পর্শে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু

পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই লাশ উদ্ধার

মাদারীপুরে দিন-দুপু‌রে বিদ্যুৎ টাওয়া‌রের যন্ত্রাংশ চু‌রি

সিদ্ধিরগঞ্জে ড্রামের ভেতর মিলল যুবকের লাশ

গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অনুপস্থিতিতে বন্ধ সিজার

এবার আওয়ামী ক্যাডার রফিকুলও স্বতন্ত্র প্রার্থী

ভেদরগঞ্জে ছাত্রলীগ নেতার ধাক্কায় ওসি আহত

চাঁদপুরে ন্যানো বিজ্ঞানীসহ তিন কৃতী সন্তানকে সংবর্ধনা

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু