হোম > সারা দেশ > ঢাকা

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ জনের প‌রিচয় মিলেছে

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭ জন। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহতরা হলেন মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০)। তিনি সার্বিক পরিবহন বাসের সুপারভাইজার ছিলেন। সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার জসীম বেপারীর ছেলে সাগর বেপারী (২২)। তিনি ইজিবাইকের চালক ছিলেন। এছাড়া নিহত দিনমজুররা হলেন, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট পাইকেরপাড়া গ্রামের রনজিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪২), একই গ্রামের সাগর বালার মেয়ে কামনা বিশ্বাস (৪১), পলাশ বাড়ৈর ছেলে দুলাল বাড়ৈ (৪৫), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৫০) এবং জয়ন্ত বাড়ৈর স্ত্রী অনিতা বাড়ৈ (৪০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এলে একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং হাসপাতালে এলে আরও দুজন মারা যান এবং বাস উদ্ধারের পরে আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় যাত্রীবাহী বাসের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। টানা তিন ঘণ্টা চেষ্টার পরে রাত সাড়ে ৯টার দিকে বাসটি উদ্ধার করা হয়। এ সময় দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, ‘বাস-অটোরিকশার দুর্ঘটনায় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। সঙ্গে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যোগ দেয়। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করি। রাত সাড়ে ৯টার দিকে বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। বাস রাস্তার পাশে খাদের কাদা-পানির মধ্যে পড়ে ছিল। এ ঘটনায় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত গতিতে বাসটি চলাচল ও মহাসড়কে অবৈধ অটোরিকশাকে পাস দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত করলে পুরো ঘটনা জানা যাবে।’

কুলিয়ারচরের সাংবাদিক ফারুকের দাফন সম্পন্ন

সিংগাইরে গণপিটুনিতে দুই গরুচোর নিহত

বোয়ালমারীতে ১৫ লাখ টাকার ভেজাল খাদ্য জব্দ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি

ফতুল্লা থেকে দুর্ধর্ষ ডাকাত সাব্বির অস্ত্রসহ গ্রেপ্তার

আলফাডাঙ্গায় ১২০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জামায়াত প্রার্থীর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করলেন মেজর আখতারের ছেলে

রাতের আঁধারে ৪ শতাধিক কলার কাঁদি কাটল দুর্বৃত্তরা

শ্রীপুরে মেডিকেল শিক্ষার্থীদের বাস দুর্ঘটনায় আহত ১০