হোম > সারা দেশ > ঢাকা

হোসেনপুরে কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ১১ হাজার পশু

উপজেলা প্রতিনিধি (হোসেনপুর) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত গবাদি পশুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬৬টি। তবে স্থানীয়রা বলছেন, এ সংখ্যা আরো বেশি হবে। উপজেলায় এ বছর কোরবানির পশুর চাহিদা রয়েছে ১০ হাজার ৩৯২টি।

অর্থাৎ, চাহিদার তুলনায় প্রায় ১ হাজার ৩৭৪টি গবাদি পশু অতিরিক্ত রয়েছে। ফলে এ বছর হোসেনপুরে স্থানীয় পর্যায়েই পশুর চাহিদা পূরণ সম্ভব হবে এবং বাইরের কোনো অঞ্চলের ওপর নির্ভর করতে হবে না।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, গত বছর হোসেনপুরে কোরবানির জন্য প্রস্তুত গবাদি পশুর সংখ্যা ছিল ১১ হাজার ২৮১টি এবং চাহিদা ছিল ৯ হাজার ৮৯৭টি। সেই তুলনায় এ বছর পশুর সংখ্যা এবং চাহিদা উভয়ই বেড়েছে। একই সঙ্গে বেড়েছে খামারির সংখ্যাও। বর্তমানে উপজেলায় নিবন্ধিত খামারির সংখ্যা ২ হাজার ১১৬ জন, যা গত বছর ছিল ২ হাজার ০৮৭ জন।

স্থানীয় খামারিরা বলছেন, সরকারি পরামর্শ ও সেবার কারণে গরু মোটাতাজাকরণ অনেক সহজ হয়েছে। এবার যদি বাজারে ভালো দাম পাওয়া যায়, তাহলে তারা আগামীতেও আরো বড় পরিসরে খামার গড়ে তুলবেন। তবে, কয়েকজন খামারি অভিযোগ করে বলেন, গত বছরের তুলনায় এবার গো-খাদ্যের দাম বেড়েছে। যে কারণে গবাদি পশু পালনে হিমশিম খেতে হয়েছে তাদের।

প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, এ উপজেলায় এ বছর দেশীয় জাতের গরু মোটাতাজাকরণে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি খামারগুলোতে হলস্টেইন-ফ্রিজিয়ান ক্রস ও শাহীওয়াল জাতের উন্নত গরুও দেখা যাচ্ছে। এসব গবাদি পশু সুস্থ ও মানসম্পন্ন হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জল হোসাইন বলেন, ‘আমরা শুরু থেকেই খামারিদের প্রশিক্ষণ, ভেটেরিনারি চিকিৎসা ও নিয়মিত পরামর্শ দিয়ে সহায়তা করে যাচ্ছি। কোরবানির আগে প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ ছাড়া ঈদের সময় পশুর হাটগুলোতে মেডিকেল ক্যাম্প স্থাপন ও ভ্রাম্যমাণ টিম গঠন করা হবে।’

বিএনপি বিদ্রোহী প্রার্থীর পক্ষে আ. লীগ নেতাদের প্রকাশ্য তৎপরতা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পটিয়ায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত

ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি যোগ দিলেন জামায়াতে

মেম্বারের ছেলের হাঁস চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ে বিএনপির ২০ নেতা বহিষ্কার

এবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুরের কবরে গোবিন্দ প্রামানিক

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

ধামরাইকে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকমুক্ত করব : মুফতি আশরাফ

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গোলাবারুদ উদ্ধার