বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ- ৪ (ইটনা-মিঠামইন–অষ্টগ্রাম) আসনের বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আমি নিজের জন্য এমপি হতে চাই না । দেশের জন্য এমপি হতে চাই । আমি যে দল করি (বিএনপি) আমার নেতা মেজর জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্রে দাঁড়িয়ে বলেন, আমি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করছি ।
নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী দাবি করে ফজলুর রহমান বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান। ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয়—হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ক্রিস্টান—যে ভোটার, তার কাছেই তিনি ভোট চান। দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল।
শনিবার রাতে মিঠামইন উপজেলার গোপদিঘি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতাকর্মীরা। কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন গোপদিঘি বাবনিয়ন বিএনপির সভাপতি মো. নজু মিয়া ।