গাজীপুরের টঙ্গীতে নতুন বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই। শিশু থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দিত হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলায় এবছর বই উৎসব অনুষ্ঠিত হয়নি।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর হাজী কছিমউদ্দিন পাবলিক, তিলারগাতী এম এ গণি উচ্চবিদ্যালয় ও উপমা মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
তবে রাষ্ট্রীয় শোক চলায় টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি, আল হেলাল একাডেমি, পাইলট স্কুল অ্যান্ড গালর্স কলেজ, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন, সাহাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন, অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়, নিশাত ঝুট মিলস আদর্শ উচ্চবিদ্যালয়, মুন্নু টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়, কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়, সাতাইশ উচ্চবিদ্যালয়, মামদি মোল্লা উচ্চবিদ্যালয়, কনফিডেন্স স্কুল, লেসন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে রোববার নতুন বই বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা জানান।
নতুন বই বিতরণকালে উপস্থিত ছিলেন হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের শিক্ষক নাজমুল আলম, সিদ্দিকুর রহমান, শাহাদৎ হোসেন, আব্দুল সাত্তার, মাসুদুর রহমান রানা, কাজী নূর মোহাম্মদ চঞ্চল, জসিম উদ্দিন, বিপুল কুমার বিশ্বাস, আবু ইসহাক, মাহমুদা নাসরিন, রাজিয়া সুলতানা, মাকুম খানম, মহসিনা মার্জিয়া, উপমা মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক শরিয়ত উল্লাহ, এমএ গণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান লিটন প্রমুখ।
হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইশা আহাদ মুনতাহা উচ্ছ্বাস প্রকাশ করে জানালো, নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আমরা খুব খুশি ও আনন্দিত।
এ ব্যাপারে এম এ গণি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান লিটন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলায় আমরা কোনো বই উৎসব করিনি। তবে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। ষষ্ট থেকে নবম শ্রেণির সকল বই এখনও পাইনি, বই পেলে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।