হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় সহোদর দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—সোহাগ (৪০) ও রানা (৩৫)। তারা বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে। এ ঘটনায় নিহতদের মা শামীমা আক্তারও গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী দিদার ও বিদ্যুতের টিউবওয়েলের পানি সোহাগদের বাড়ির আঙিনায় গিয়ে জমে থাকাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কথাকাটাকাটির এক পর্যায়ে সোহাগদের চাচা মামুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রানা মারা যান। গুরুতর আহত অবস্থায় সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মা শামীমা আক্তার বলেন, “দিদারদের টিউবওয়েলের পানি আমাদের বাড়ির আঙিনায় আসে। এতে চলাচলে সমস্যা হয়। এ নিয়ে আমার ছেলে রানা তার চাচাকে জানালে মামুন ও তার দুই ছেলে রানার পেটে ছুরি মারে। রানার চিৎকারে সোহাগ এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পেটানো হয় এবং পরে কুপিয়ে হত্যা করা হয়। আমার ছেলেদের হত্যাকারীদের বিচার চাই।”

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জের ধরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত চলছে, আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

ভাঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

মনোনয়নবঞ্চিত নেতাদের ক্ষোভে পুড়ছে বিএনপি

নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ: সাকি

শরীয়তপুরে এনসিপির ৬৫ সদস্যের কমিটি ঘোষণা

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

মুক্তিযুদ্ধর চেতনার নামে কি না করেছে তারা, জনগণ সব ছুড়ে ফেলেছে

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

মধুখালীতে দুই নদীভাঙনে ভিটামাটি ছাড়া পাঁচ শতাধিক পরিবার