হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে রাস্তার পাশে চামড়ার স্তুপ, যাত্রীদের ভোগান্তি চরমে

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ঢাকা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাদারদিয়া পল্লীবির্তের সাব স্টেশন সংলগ্ন স্থানে কোরবানির পশুর চামড়া স্তুপ করে রাখা হয়েছে। এসব চামড়া পঁচে যাওয়ায় এখানকার মানুষের চলাচলে দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। রাস্তা দিয়ে চলাচলকারী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ঈদের দিন বিকেল থেকে এলাকার কোরবানির পশুর চামড়াগুলো জড়ো করে স্তুপাকারে এখানে রাখা হয়েছে। চামড়ার দুর্গন্ধে পথচারীরা চরম দুর্ভোগ ভোগ করছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোপালদী পেরৗসভার রামচন্দ্রদী গ্রামের নগরবাসী দাস প্রতি বছরই কোরবানির পশুর চামড়া কিনে এ ব্যস্ততম সড়কের পাশে স্তুপাকারে রেখে দেন। সেগুলো পঁচে প্রক্রিয়াজাত করার উপযুক্ত না হওয়া পর্যন্ত এখানেই পড়ে থাকে। ফলে চামড়ার দুর্গন্ধে পথচারীরা চরম ভোগান্তির শিকার হন। দুর্গন্ধে এলাকার বাতাস দূষিত হয়ে আশপাশের লোকজন নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। পঁচা চামড়া থেকে উড়ে আসা মাছিগুলো আশেপাশে বসবাসরত বাড়িঘরে প্রবেশ করে খাবারের পাত্রে বসে রোগজীবাণু ছড়াচ্ছে। ফলে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। আঞ্চলিক মহাসড়কে চলাচলরত বিভিন্ন গাড়ীর যাত্রীদেরও নাকে-মুখে রুমাল ধরে এলাকাটি পার হতে হচ্ছে।

কড়ইতলার বাসিন্দা ডা. গোলাম কিবরীয়া জানান, প্রকাশ্যে মহাসড়কে এভাবে চামড়া ফেলে পরিবেশের ক্ষতি করলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। নগরবাসী দাস বলেন, 'আমরা চামড়া গুলো তাড়াতাড়ি সরিয়ে নিব।'

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন জানান, 'বিষয়টি আমলে নিয়ে এর প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে।' ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, 'আমরা ব্যবস্থা নিব।'

এমএস

যুবলীগ নেতার বাড়ি থেকে ঘোড়া ও জবাই করা ঘোড়ার মাংস জব্দ

বিয়ে বাড়িতে সাউন্ড বক্স নিয়ে বিরোধ থেকে ইমাম বরখাস্ত ও পুনর্নিয়োগ

ধামরাইয়ের ঘটনায় ধর্ষণ নয় ছিনতাইয়ের মামলা, গ্রেপ্তার ৪

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

অস্ত্র তৈরির কারখানায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

থানার সামনে থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

মেজর আখতারের নেতৃত্বে বিএনপিসহ ২ শতাধিক মানুষের জামায়াতে যোগদান

‘হ্যাঁ’ ভোটের পক্ষে খুতবায় বয়ানের আহ্বান

মানিকগঞ্জ-৩ আসনে পুরোদমে নির্বাচনি প্রচারে বিএনপির প্রার্থী

বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক-হেলপার নিহত, আহত ৩০ যাত্রী